
সিকারি ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)। তাঁদের সবাই সিলেট জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে ওসমানীনগর উপজেলার এলাকায় একটি এস এ পরিবহন কুরিয়ার কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। এরপর রাতেই একাধিক অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১৯ বস্তা জিরা, ১২ বস্তায় ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮টি শাড়ি ১,২০০ পিস কসমেটিকস, ৪০ কেজি চাল।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ওসমানীনগর থানা পুলিশের টানা অভিযানে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।