• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কানাইঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নি হ ত

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫
কানাইঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নি হ ত

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ডোনা’র ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান। সে বড় চতুল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আব্দুর রহমান মহিষ আনতে শুক্রবার বিকেলে ডোনা সীমান্তের ওই এলাকায় যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর থেকে লাশ সীমান্ত এলাকায় পড়ে আছে।
স্থানীয় আটগ্রাম সীমান্ত বিজিবি ফাড়ির নায়েক সুবেদার ফারুক আহমদ জানিয়েছেন, কানাইঘাট থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর লাশ উদ্ধারে যাবে বিজিবি।