
সিকারি ডেস্ক:: সিলেট একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে নগরীর বারুতখানা এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।
জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লায়ার্স পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্লায়ার্স দিয়ে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্তের পর জানা যাবে।