• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য জব্দ করেছে বি জি বি

Desk
প্রকাশিত মার্চ ৭, ২০২৫
সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য জব্দ করেছে বি জি বি

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় সহ কসমেটিক্স সামগ্রী আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। যার বাজার মূল্য দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশত টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চারাগাঁও বিওপির বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী জঙ্গলবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫ হাজার ১২৭ টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১ হাজার ২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড় ২০ হাজার ৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯ হাজার পিস আটক করে। তবে, এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি টাকার উপরে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। তিনি বলেন, আটককৃত মালামাল জেলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।