• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে কু কু রে র কামড়ে আ হ ত ১৫

Desk
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫
ঝিনাইদহে কু কু রে র কামড়ে আ হ ত ১৫

প্রতীকী ছবি

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় কুকুরে কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (১৩ই এপ্রিল) সকাল ৭ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ২৫ জনকে আক্রমণ করেছে। এদের মধ্যে ১৫ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামদহ এলাকার বাসিন্দা আসাদ মোল্লা বলেন, সকালের দিকে কয়েকটি কুকুর দলবেঁধে ঘোরাফেরা করছিল।

তখন সামনে যাকেই পাচ্ছিল তাকেই কামড়াচ্ছিল । আমাকেও একটি কুকুর তাড়া করে মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে এনে ভর্তি করে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, গতকাল রবিবার সারাদিনে অন্তত ১৫ জন কুকুরে কামড়ানো রোগী দেখেছি।

তাদের মধ্যে আছাদ মোল্লা নামের একজন গুরুতর অসুস্থ্য থাকায় তাকে হাসপাতালে রেখে বাকীদেরকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিশুসহ অন্যান্যরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যদিও বের হচ্ছেন তবে সঙ্গে নিচ্ছেন লাঠি।

এলাকাবাসী দ্রুত ব্যবস্থ্যা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।