• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃ*ত্যু, শনাক্ত ১০৩০

sylhetcrimereport
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪
ডেঙ্গুতে আরও তিনজনের মৃ*ত্যু, শনাক্ত ১০৩০

ছবি: সংগৃহীত

একদিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ সময়ে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩০ জন।

বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৮, ঢাকা উত্তর সিটিতে ২৬৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৪, খুলনা বিভাগে ৮০ জন রয়েছেন।

এছাড়া, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে সাতজন, সিলেট বিভাগে তিনজ নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ৯৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৯ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। এছাড়া, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান এক হাজার ৭০৫ জন।

 

 

সিলেট ক্রাইম রিপোর্ট/এস.এ