• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা আমির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫
যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা আমির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা।

ব্রংক্স পূর্ব-পশ্চিম বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও ব্রংক্স ব্যুরো পূর্বের আহ্বায়ক মো. লিয়াকত আলী এবং সঞ্চালনায় ছিলেন ব্রংক্স ব্যুরো পশ্চিম বিএনপির সদস্য সচিব দোলাল রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ার জাহিদ, মো. শাহীন চৌধুরী এবং আনোয়ার আলম ভূঁইয়া।

এছাড়া বক্তব্য রাখেন হাবিবুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, হেলাল আহমেদ, শাহ কামাল, মাসুদ পারভেজ মুক্তা, আক্তার খান রাজু, শাহবাজ আহমেদ, আশিক মিয়া ও সিদ্দিকুর রহমান উল্লাস প্রমুখ।

বক্তারা বলেন, আমির হোসেন দীর্ঘদিন তৃণমূল থেকে দলীয় সংগঠনে কাজ করে সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁর মতো ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা দরকার। পাশাপাশি তাঁরা প্রবাসে বিএনপির কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে আমির হোসেন বলেন, “আমি একজন সাধারণ কর্মী হয়েও যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা অভিভূত করার মতো। আমি দলের প্রয়োজনে সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও আন্দোলনে সক্রিয় ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন।