• ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ড্রেনে তলিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পরও নিখোঁজ সেই নারী

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
ড্রেনে তলিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পরও নিখোঁজ সেই নারী

সংগৃহিত

সিকারি ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের অরক্ষিত ড্রেনে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনের একটি খোলা ড্রেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিখোঁজ ঐ নারীর নাম তাসনিম সিদ্দিকা জ্যোতি(৩৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার চার নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকার মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিখোঁজের চাচাতো বোন নুরজাহান ঐশী বলেন,‘গতকাল রাত আটটার পর থেকে আমার চাচাতো বোন জ্যোতির মোবাইল বন্ধ পাচ্ছি। তিনি রাজধানীর নিকুঞ্জের নিজ কর্মস্থল থেকে হাসপাতাল ভিজিটের জন্য টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে যাওয়ার কথা ছিল। গতকাল রাত সাড়ে আটটার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে ধারণা করছি নিখোঁজ ঐ নারী আমাদের চাচাতো বোন জ্যোতি হতে পারে।’

মনি ট্রেড ইন্টারন্যাশনানের টঙ্গী প্রতিনিধি নিখোঁজ তাসনিম সিদ্দিকা জ্যোতির সহকর্মী মেহেদী বলেন,‘গতকাল বিকেলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতাল ভিজিটের জন্য জ্যোতি ঢাকা থেকে রওনা হন। পরে সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আমার সঙ্গে ওনার কথা হয়, তখন তিনি আমাকে হাসপাতালে অপেক্ষা করতে বলেন। এ সময় হাসপাতালের ডাক্তারদের চলে যাওয়ার সময় হওয়ায় আমি তাকে রাত ৮টা ১৪ মিনিটে আবার ফোন দেই, তবে তার মোবাইল নম্বর বন্ধ পাই। এরপর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে জনতার মাধ্যমে জানতে পারি একজন নারী ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছেন, ধারনা করছি নিখোঁজ ওই নারী আমার সহকর্মী তাসনিম সিদ্দিকা জ্যোতি।’

ঘটনার প্রত্যক্ষদর্শী খায়রুল ইসলাম আমাদের সময়কে বলেন, গতকাল রাত সাড়ে আটটার মধ্যে আমি কাজ শেষে বাড়ি ফেরার সময় টঙ্গীর হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হাসপাতালের উত্তর পাশে বোরকা পড়া এক মহিলা সিটি করপোরেশনের ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যেতে দেখলে,আমার সঙ্গে থাকা রিক্সাওয়ালাকে নিয়ে উদ্ধার করতে যাই। এ সময় ড্রেনের পানির এতটাই স্রোত ছিল যে আমি আসার আগেই ভুক্তভোগী মহিলা পানির স্রোতে ভেসে যায়। পরে আশেপাশের লোকজনকে ডেকে মহিলাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করি। তাকে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।’

এ দিকে, উদ্ধার কার্যক্রম বিলম্বিত হওয়ায় স্থানীয়রা গতকাল রাত ১১টা ২০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘গতকাল রাত নয়টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুজি করেও নিখোঁজ ওই নারীকে উদ্ধার করতে পারেনি। রাত দেড়টার দিকে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বিরতি দিয়ে আজ সোমবার ভোর থেকে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু করি। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সরঞ্জামাদি দিয়ে আমাদের উদ্ধার কার্যক্রমের সহযোগিতা করেছে। নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চলছে।’