• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে ৪৫ শিক্ষার্থীর স্কুলে শিক্ষক ৫ জন

Desk
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪
মাধবপুরে ৪৫ শিক্ষার্থীর স্কুলে শিক্ষক ৫ জন

ছবি: নিজস্ব

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আব্দুর রব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬৩ জন শিক্ষার্থীর বিপরীতে ৫ জন শিক্ষক দায়িত্বরত রয়েছেন। কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা ৬৩ জন হলেও বাস্তবে এ সংখ্যা ৪০/৪৫ জনের বেশি নয় বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ২০১৬ সালে বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে আব্দুর রব সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ বিদ্যালয়টি নির্মাণ করা হয়। ২০১৮ সালে বিদ্যালয়টিতে শিক্ষাকার্যক্রম শুরু হয়। শুরু থেকেই শিক্ষার্থী সংকটে থাকা এ বিদ্যালয়টির একদম কাছাকাছি দূরত্বে তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান স্বত্তে¡ও দেওগাঁওকে কোন বিবেচনায় বিদ্যালয়বিহীন এলাকা হিসেবে নির্বাচন করে এখানে আব্দুর রব সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা পরিসংখ্যান অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১১ সালের আদমশুমারীর (জনশুমারী) তথ্য অনুযায়ী গ্রামটির লোকসংখ্যা ছিল ১ হাজার ২৪২ জন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে আর নির্মাণকাজ শেষ হয় ২০১৭ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরদৌসী আক্তার।
ফেরদৌসী আক্তার দাবি করেছেন, প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৬৩ জন ছাত্রছাত্রী রয়েছে এ বিদ্যালয়ে। তবে স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, বিদ্যালয়টিতে বর্তমানে ৪০/৪৫ জনের বেশি ছাত্রছাত্রী নেই। পরে প্রধান শিক্ষক স্বীকার করেন, বছরজুড়ে কিছু ছাত্রছাত্রী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। তবে কতজন চলে গেছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে মাধবপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হাসান বলেন, এক্ষেত্রে কিছুই করার নেই। শিক্ষার্থী সংখ্যা ৩০ এর নিচে নেমে এলে তখন এটি বন্ধের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আর সেটা সময়সাপেক্ষ।

এস. এ…