
সিকারি ডেস্ক:: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
মাধবপুর উপজেলার শাহজিবাজার সেনা ক্যাম্পের সদস্যরা রবিবার (২৪ আগস্ট) সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার আরডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯) ও সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, মাদকসহ দুই ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে হবিগঞ্জ আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।