
সিকারি ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকার তিন বাংলা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া পারের মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল, নওগাঁ সদরের দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার ও নওগাঁ সদরের চকপোশার সমসের সর্দারের ছেলে শিমুল সরদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।