• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালে শক্তিশালী ভূমি*কম্প অনুভূত

Desk
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নেপালে শক্তিশালী ভূমি*কম্প অনুভূত

প্রতীকী ছবি

নেপালের মধ্য এবং পূর্বাংশে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার রাতে ২টা ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। নেপালের পাশাপাশি ভারতের পাটনা এবং বিহারের আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ জানালেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স জানিয়েছে, এটির মাত্রা ৫.৬। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ৫.৫।