
মাধবপুর থানা পুলিশ ৪ কেজি গাঁজা সহ মাসুক মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার(১৮ এপ্রিল) দুপুরে মাধবপুর বাজারের সিএন্ডজি স্ট্যান্ড এলাকা থেকে মাসুককে গ্রেফতার করা হয়।মাসুক মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুল্লাহ আল মামুন জানান,গোপন সূত্রের খবরের ভিত্তিতে এএসআই আতবকুর রহমান অভিযান চালিয়ে মাসুককে গ্রেফতার করেন। গ্রেফতার মাসুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করার কথা নিশ্চিত করে ওসি জানিয়েছেন,মাদকের বিরুদ্ধে বিরামহীনভাবে পুলিশী তৎপরতা চলমান রয়েছে।