• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে ইউ এন ও’র বাসার সামনেই নষ্ট হচ্ছে সরকারি জিপ গাড়ি

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
জগন্নাথপুরে ইউ এন ও’র বাসার সামনেই নষ্ট হচ্ছে সরকারি জিপ গাড়ি

সংগৃহিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার সামনে বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে আছে একটি সরকারি জিপ গাড়ি। অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাওয়া গাড়িটির সংরক্ষণ কিংবা নিলামের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, অন্যদিকে নিলামে বিক্রি না হওয়ায় সরকার বঞ্চিত হচ্ছে লক্ষাধিক টাকার রাজস্ব থেকে।

শুক্রবার( ৪ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, জগন্নাথপুর উপজেলা পরিষদের ইউএনও বরকত উল্লাহর বাসার সামনেই পড়ে আছে পরিত্যক্ত জিপ গাড়িটি। রোদ-বৃষ্টি আর ধুলাবালিতে ঢেকে থাকা গাড়িটিকে দেখে বোঝার উপায় নেই, এটি কখনো সচল ছিল। বর্তমানে গাড়ির কাঠামো ও সেসিস ছাড়া তেমন কিছুই অবশিষ্ট নেই। তাছাড়া গাড়িটির ভেতরে সাপের বাসা ও ময়লার স্তূপ জমে রয়েছে।জানা যায়, ১৯৮৬ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবু খালেদ চৌধুরীর আমলে গাড়িটি মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ বাতিল হলে ইউএনও অফিস এটি ব্যবহার করে। তবে নতুন জিপ গাড়ি আসার পর এটি আর ব্যবহৃত হয়নি এবং ধীরে ধীরে একেবারে অচল হয়ে পড়ে।এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি,পরিত্যক্ত ওই সরকারি যানবাহনগুলো দ্রুত নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হোক।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদিরসহ কয়েকজন জানান, বছরের পর বছর রোদ-বৃষ্টির মধ্যে পড়ে থেকে গাড়িটির বেশিরভাগ যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া কিছু যন্ত্রাংশ ও ব্যাটারিও খুলে ফেলা হয়েছে। এ অবস্থায় এখনই নিলামে না তুললে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলেও ধারণা করেন তাঁরা।  নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ এভাবে পড়ে থাকা খুবই দুঃখজনক। সময়মতো নিলামে দিলে সরকার রাজস্ব পেত, এখন পুরো গাড়িটাই প্রায় ধ্বংসের পথে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন গাড়িটি নিলামে দেওয়ার কথা চিন্তা করেছিলেন, কিন্তু সময়ের অভাবে তা আর সম্ভব হয়নি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, ‘এই গাড়িটি অনেক পুরোনো, আমি খোঁজ নিয়ে দেখছি, গাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে।