
সিকারি ডেস্ক:: গোয়াইনঘাটে বজ্রপাতে প্রাণ হারিয়েছে জামিল আহমদ নাবিল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামে বাড়ির কাছে ধানখেতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জামিল ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তো। পাশাপাশি পরিবারের লোকজনকে গৃহস্থালি কাজেও সহযোগিতা করতো সে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশেই ধানখেতে কাজ করছিলো জামিল। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় এবং তার উপরেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই জামিলের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমদ।