• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে র‌্যাবের জালে ২১ বছরের সাজাপ্রাপ্ত আ সা মি

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
সিলেটে র‌্যাবের জালে ২১ বছরের সাজাপ্রাপ্ত আ সা মি

সংগৃহিত

সিকারি ডেস্ক::  একুশ বছরের সাজা মাথায় নিয়ে এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত র‌্যাবের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।

তার নাম মো. জসিম উদ্দিন (৪৩)। তিনি গোলাপগঞ্জের ধারাবহর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে।

সোমবার (৪ আগস্ট) ভোর ৬টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকার জেলা পরিষদ মার্কেট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।

তিনি গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার (নং৭/ ১৪ মার্চ ২০১৭) ২১ বছর সাজাপ্রাপ্ত আসামী।তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মোট ৪টি মামলা রয়েছে। তাছাড়া আরও দুটি মামলয় তদন্তেও তিনি অভিযুক্ত।

তাকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।