• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাবের হাতে গা জা সহ আ ট ক ২

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫
র‌্যাবের হাতে গা জা সহ আ ট ক ২

সংগৃহিত

সিকারি ডেস্ক::  হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

রবিবার (২৪ আগস্ট) আনুমানিক রাত পৌনে ১১টার দিকে মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সুরমা এলাকার মৃত আবু শামার ছেলে হাবুদ্দিন (৩৫) ও একই থানার গোয়ালনগর এলাকার মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।

জানা যায়, রবিবার (২৪ আগস্ট) আনুমানিক রাত পৌনে ১১টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জে আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদক ব্যবসায়ী। শাহাবুদ্দিন (৩৫) ও মোসা মিয়া (৩৮) দ্বয় জব্দকৃত আলামত ৫৩ কেজি গাঁজা ও গাঁজার গুড়া বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজার গুড়া আনয়ন করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘র‌্যাব-৯ রবিবার (২৪ আগস্ট) আনুমানিক রাত পৌনে ১১টার দিকে মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২জনকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’