• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সং*ঘর্ষ, নি*হত ১

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫
হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সং*ঘর্ষ, নি*হত ১

সংগৃহিত

সিকারি ডেস্ক::  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, সোমবার রাতে দুই সিএনজি অটোরিকশাচালকের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চারটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জের হাসপাতালে ও সিলেটে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান সংঘর্ষে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।