• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক সেলিম গ্রেপ্তার

sylhetcrimereport
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক সেলিম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার আসামি তিনি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করা হয়। ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় প্রক্টরিয়াল বডির এক শিক্ষকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ওই শিক্ষার্থীর নাম অনিক খন্দকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
এ বিষয়ে জবির তৎকালীন সহকারী প্রক্টর খালেদ সাইফুল্লাহ বলেন, ‘ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের রুমে দরজার নিচে দিয়ে কিছু ছেলে চিঠি দিচ্ছিল। এটা দেখতে পারেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন। এ সময় তিনি কথা বলতে গেলে তারা পালিয়ে যেতে ধরলে শিক্ষকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে একজনকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, তাদের সংগঠনের বিভিন্ন বক্তব্যসংবলিত চিঠি, একটি মোবাইল ফোন, ট্রান্সজেন্ডার ও সমকামিতা নিয়ে লেখা একটি ডায়েরি পাওয়া গেছে।’
নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তারা। ৭ আগস্ট জাতীয় সংসদের সামনে প্রকাশ্যে কর্মসূচি চালাতে দেখা যায়।

২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এ সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠন হামাসের ইসরায়েলে হামলার প্রশংসা করার জন্য তাদের অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

 

সিলেট ক্রাইম রিপোর্ট/এস এ