• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাতকে অবৈধ স্থাপনার কারণে জনচলাচলে দুর্ভোগ

sylhetcrimereport
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
ছাতকে অবৈধ স্থাপনার কারণে জনচলাচলে দুর্ভোগ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মন্ডলীভোগস্থ হাসপাতাল রোড থেকে ভেতরে কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের মানুষজনের চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে। এ রাস্তার ভূমিদাতা একই মহল্লার অধীর মালাকার। ভেতরের বাসা-বাড়ির পরিবারের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাওয়া-আসা নির্বিঘ্ন করতে এবং জনচলাচলের স্বার্থের কথা বিবেচনা করে পৌর কর্তৃপক্ষের মাধ্যমে গত দুই বছর আগে ড্রেনসহ এই পাকা রাস্তা নির্মাণে সহায়তা করেন অধীর মালাকার।

কিন্তু প্রভাবশালী প্রতিবেশী মাওলানা আলাউদ্দিন ও এমাদ উদ্দিনের জায়গা রাস্তা সংলগ্ন স্থানে থাকায় তারা রাস্তা পাকাকরণের কাজে বাধা সৃষ্টি করেছেন। তারা রাস্তার প্রবেশদ্বারে অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তার কাজ আটকে দেন। ফলে পুরো রাস্তা পাকা হলেও রাস্তার প্রবেশদ্বার পাকা না থাকায় জনগণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বীদের মাধ্যমে অনেক সালিশ-বিচার করেও কোনো সুরাহা হয়নি। অধীর মালাকার জানান, রাস্তার প্রবেশদ্বার থেকে অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে জনচলাচলের জন্য রাস্তা খুলে দিতে হবে- স্থানীয়ভাবে কয়েকবার এমন সিদ্ধান্ত হলেও কোনো তোয়াক্কাই করছেন না প্রভাবশালী ব্যক্তিরা।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত এমাদ উদ্দিনের মোবাইল ফোনে কল দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, বিষয়টি নিয়ে অধীর মালাকার ছাতকের পৌর প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ছাতকের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, ঘটনাটি খুব পুরনো। তবে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেট ক্রাইম রিপোর্ট/সুমা