• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুম থেকে ডেকে নিয়ে স্বেচ্ছা*সেবক দল নেতাকে গু লি করে হ ত্যা

Desk
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫
ঘুম থেকে ডেকে নিয়ে স্বেচ্ছা*সেবক দল নেতাকে গু লি করে হ ত্যা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ফতুল্লার পূর্ব লালপুর এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে।

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিল। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলির শব্দ শুনে ছুটে গিয়ে মামুনের নিথর দেহ দেখতে পান আমজাদ।

পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মামুনকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে লোড-আনলোডের সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময়ই তাকে গুলি করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

এস.এ…