• ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণে অন্তসত্তা প্রতিবন্ধী কিশোরী, যুবক গ্রে ফ তা র

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
ধর্ষণে অন্তসত্তা প্রতিবন্ধী কিশোরী, যুবক গ্রে ফ তা র

সিকারি ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকাশ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

গ্রেফতারকৃত আকাশ মাধবপুর উপজেলার মো. নুর মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলার বাউফল থানার অন্তর্গত বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আকাশ মিয়াকে আটক করা হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২৫ মে মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় আকাশ মিয়া অভিযুক্ত। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে