• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজমিরীগঞ্জে সং*ঘর্ষে আ*হত অর্ধশতাধিক

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
আজমিরীগঞ্জে সং*ঘর্ষে আ*হত অর্ধশতাধিক

প্রতীকী ছবি

সিকারি ডেস্ক:: হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় ১২টা পর্যন্ত পৌর সদরের বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে এক আসামির জামিনের বিষয় নিয়ে পৌরসভার নগর গ্রামের বাসিন্দা রশিদ মিয়ার পুত্র ও সাবেক কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামের সাথে পৌরসভার আজিমনগর গ্রামের কুতুব মিয়ার পুত্র যুবদল নেতা মারুফ আহমদের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মারুফকে মারধর করেন ফখরুল। বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় মারুফের পক্ষের কয়েকজন ফকরুলের বিরুদ্ধে পৌর সদরে মিছিল করেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা চার ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, এক আসামির জামিন নিয়ে দুইপক্ষের বাকবিতন্ডা থেকে সন্ধ্যায় সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোাতায়েন করা হয়েছে।