• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লাখাইয়ে তারাবি নামাজে মোবাইল সাথে রাখার আহব্বান ও*সি

Desk
প্রকাশিত মার্চ ৩, ২০২৫
লাখাইয়ে তারাবি নামাজে মোবাইল সাথে রাখার আহব্বান  ও*সি

ছবি: নিজস্ব

হবিগঞ্জ জেলার  লাখাই উপজেলা বাসীকে  তারাবির নামাজের সময় মসজিদে মোবাইল ফোন সাথে রাখার আহব্বান জানিয়েছেন লাখাই থানার  অফিসার ইনচার্জ   ওসি মোঃ বন্দে আলী,  তারাবির দিন রাতে অত্র থানা কর্তৃক ব্যবহৃত Lakhai thana নামক ফেইসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেইসবুক) পোস্টে এ আহব্বান জানান তিনি। এই পোস্টে বলা হয়েছে- লাখাইবাসীসহ সবাই সতর্ক থাকুন, রমজান মাসে সারাদেশে গণ-ডা’কা’তি’র পরিকল্পনা করতে পারে দূ’র্বৃ’ত্ত’রা। তারাবির নামাজের  সময় রাত ৮টা থেকে ১০ টার মধ্যে ডা’কা’তি’র প্রস্তুতি নিতে পারে তারা। এই  সময়ে পুরুষরা মসজিদে তারাবির নামাজে ব্যস্ত থাকবে-তখন বাসা বাড়ী পুরুষ শূন্য থাকবে। বাসা বাড়ীতে ডা’কা’তির ফাঁকে একাধিক হ’ত্যা’কা’ন্ড এবং নারী ধ’র্ষ’নে’র ঘটনা ঘটানোর চেষ্টা করবে দূ’র্বৃ’ত্ত’রা। তারাবির নামাজের সময় মসজিদে মোবাইল ফোন সাথে রাখুন। বাসা বাড়ীতে মহিলাদের কে সতর্ক থাকতে বলুন। সবাই সতর্ক থাকুন- নিরাপদে থাকুন।

এবিষয়ে স্থানীয় জাকির,সাইফুল সহ কয়েকজন যুবক বলেন, শর্তকতামূলক পোস্ট করার জন্য ধন্যবাদ । আইনশৃঙ্খলা বাহিনী সদা সতর্ক থাকতে হবে।